দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ১৯৯২ সালের ৬ ডিসেম্বর…ভেঙে ফেলা হয় বাবরি মসজিদ। দীর্ঘ ২৮ বছরের অপেক্ষা শেষ। অবশেষে এল বাবরি ধ্বংস মামলার রায়। পূর্বপরিকল্পিত নয় বাবরি মসজিদ ধ্বংস, রায়ে জানালেন বিচারক। ঐতিহাসিক বাবরি মামলার রায় ঘোষণার পরেই অবসর গ্রহণ করলেন বিচারক সুরেন্দ্র কুমার যাদব। ঘটনার সঙ্গে জড়িত ৩২ জন অভিযুক্তকেই বেকসুর খালাস করে দিয়েছেন তিনি। যদিও ধর্ম নিরপেক্ষ দেশে এমন রায়দান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
জানা গিয়েছে, ২০১৯ সালেই সুরেন্দ্র কুমার যাদবের কার্যকাল শেষ হয়ে গিয়েছিল। তবে বাবরি মসজিদ মামলার রায়দানের জন্য সুপ্রিম কোর্ট তাঁকে ১ বছর পর অবসর নেওয়ার নির্দেশ দেন। তবে দীর্ঘদিন ধরেই তাঁর যোগ অযোধ্যার সঙ্গে রয়েছে। সুরেন্দ্র কুমার যাদবকে প্রথম অযোধ্যাতেই তাঁকে নিযুক্ত করা হয়েছিল।
উল্লেখ্য, এর আগেও বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের আদেশ দিয়েছিলেন সুপ্রিমকোর্টর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তার এক সপ্তাহ পরেই তিনি অবসর নেন। পরবর্তীতে মন্দিরের পক্ষে রায়দারের পুরষ্কার হিসেবে তাকে রাজ্যসভার সাংসদ করে বিজেপি। এবার রঞ্জন গগৈর মতোই সুরেন্দ্র কুমার যাদবকেও কি বিজেপি সরকার পুরস্কৃত করবে? প্রশ্ন উঠছে এমনটাই।