Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

প্রকল্প বাস্তবায়ন হওয়ার আগেই বাধা, কেজরিবালের দুয়ারে রেশন স্কিম বাতিল করে দিল মোদী সরকার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রকল্প বাস্তবায়ন হওয়ার আগেই বাধা কেন্দ্রের। কেজরিবাল সরকারের দুয়ারে রেশন স্কিম বাতিল করে দিল মোদী সরকার। দিল্লি সরকারের দুয়ারে রেশন স্কিম নিয়ে কেন্দ্রের সঙ্গে কেজরিবাল সরকারের সংঘাত তুঙ্গে। শনিবার কেজরিবাল সরকারের শিবির দাবি করেছে যে কেন্দ্রের তরফে এই স্কিম বন্ধ করা হচ্ছে। আগামী কয়েকদিনের মাথাতেই এই স্কিম কার্যকরী হওয়ার কথা ছিল। তবে তার আগেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানানো হয়। অন্যদিকে, দিল্লির লেফ্টন্যান্ট গর্ভনর এই বিষয়ে মন্তব্য করেন।

শনিবার কেজরিবাল সরকার জানিয়েছেন, দুয়ারে রেশন প্রকল্পের প্রস্তাব বাতিল করা হয়নি। বরং সেই প্রস্তাবটি পুনর্বিবেচনার জন্য রাখা হয়েছে। তিনি নিজের বক্তব্যে জানিয়েছেন , কেন প্রয়োজন পুর্নবিবেচনার। সেই কারণ দর্শাতে গিয়ে তিনি বলেন , এই প্রস্তাবে রেশন বিতরণের পদ্ধতিতে পরিবর্তন করা হয়েছে। আর পদ্ধতি কার্যকরী হলে বাইরের দামের থেকে বেশি দামে গ্রাহকদের সামগ্রী কিনতে হতে পারে। তাই জাতীয় সুরক্ষা আইন, ২০১৩ অনুযায়ী এটি কেন্দ্রীয় সরকারের অনুমোদনের প্রয়োজন।

 

এদিকে, দিল্লি সরকারের প্রস্তাবকে চ্যালেঞ্জ জানিয়ে রেশন ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে একটি আবেদন দিল্লি হাইকোর্টে রাখা হয়েছে। এই দিক থেকেই স্কিম আপাতত আইনি গেরোর অন্তর্গত। সেই আবেদনের মামলার শুনানিও হবে। রাজ্যগুলিকে দুঃস্থদের আরও বেশি করে রেশন কার্ড দিতে বলল কেন্দ্র

প্রসঙ্গত, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল কয়েকদিন আগে জানিয়েছিলেন , গরিব পরিবারের ৭২ লাক্ষ মানুষকে ৫ কেজি করে রেশন দেবে দিল্লি সরকার। কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে মিলবে আরও ৫ কেজি। অর্থাৎ মোট ১০ কেজি রেশন তুলে দেওয়া হবে মানুষের হাতে।

 

Leave a Reply

error: Content is protected !!