দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কেরলে ওয়েলফেয়ার পার্টির জয়জয়কার। স্থানীয় পঞ্চায়েত ও পুরভোটে রেকর্ড জয়ের পথে ডব্লিউপিআই। সূত্রের খবর, এখন পর্যন্ত ৫৩ আসনে জয়লাভ করেছে ওয়েলফেয়ার পার্টি। তার মধ্যে কর্পোরেশন কাউন্সিলর পদে জয়ী হয়েছেন একজন প্রার্থী। পৌরসভা কাউন্সিলর পদে জয়ী হয়েছেন ১৪ জন প্রার্থী। এবং গ্রাম পঞ্চায়েত মেম্বার পদে জয়ী হয়েছেন ৩৮ জন প্রার্থী।