Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজবিনোদন

প্রয়াত সঙ্গীতশিল্পী পদ্মবিভূষণ ওস্তাদ গোলাম মোস্তাফা খান, শোকের ছায়া সঙ্গীতমহলে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আর ছিল মাত্র দু’মাস। তারপরই ৯০ তম জন্মদিনে পা দেওয়ার কথা ছিল তাঁর। তার আগেই প্রয়াত হলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তী শিল্পী উস্তাদ গুলাম মুস্তাফা খান। রবিবারই ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেলেন প্রবাদপ্রতিম শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ওস্তাদ গোলাম মোস্তাফা। এদিন মুম্বইয়ে নিজের বাসভবনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন পদ্মশ্রী পুরষ্কার প্রাপ্ত এই বিখ্যাত সঙ্গীতশিল্পী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০। দীর্ঘদিন থেকেই বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন তিনি। পুত্রবধূ নম্রতা গুপ্তাই প্রথম তাঁর মৃত্যু সংবাদের কথা জানান বলে জানা যায়। রবিবার দুপুর ১২.৩৭ মিনিটে ওস্তাদ গোলাম মোস্তাফার মৃত্যু হয় বলে জানিয়েছেন নম্রতা গুপ্তা।

শোকাচ্ছন্ন অবস্থাতেই শ্বশুরের মৃত্যুসংবাদ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “আজ সকালেও তিনি সুস্থই ছিলেন। তাঁর দেখভালের জন্য আমাদের বাড়িতে ২৪ ঘন্টার নার্সও রাখা রয়েছে। কিন্তু আজ সকালে আচমকাই বমি করতে শুরু করেন তিনি। খবর পাওয়া মাত্রই আমরা ছুটে গিয়ে দেখি তিনি রীতিমতো কাহিল হয়ে পড়েছে। খুব ধীরে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। এরপরেই আর দেরি না করে ডাক্তারে খবর দিই আমরা। কিন্তু যতক্ষণে তাঁরা আসেন ততক্ষণে পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিয়েছেন তিনি।”

পদ্মশ্রী ছাড়াও সঙ্গীত জগতে অসামান্য অবদানের জন্য তিনি পেয়েছেন পদ্ম ভূষণ, পদ্ম বিভূষণ পুরষ্কারও। পেয়েছেন সঙ্গীত নাটক অ্যাওয়ার্ডও। উত্তরপ্রদেশের বদায়ুনেই জন্মগ্রহণ করেন ভারতের এই দিকপাল সঙ্গীতঙ্গ। এদিকে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় সঙ্গীতমহলে। টুইট বার্তায় শোক জ্ঞাপন করেছেন লতা মঙ্গেশকর, এ আর রহমানের মতো সঙ্গীতশিল্পীরা। শোজ্ঞাপন করেছেন আমজাদ আলী খানের মতো শিল্পীরাও।

 

Leave a Reply

error: Content is protected !!