Friday, December 27, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

তারকেশ্বরে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের, অভিযুক্তদের জুতোপেটা করল স্থানীয়রা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নাবালিকার শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। ঘটনায় ধুন্ধুমার তারকেশ্বর। বিষয়টি প্রকাশ্যে আসতেই অভিযুক্তদের জুতোপেটা করে স্থানীয়রা। দীর্ঘক্ষণ রামনগর থানায় চলে বিক্ষোভ।

বঙ্গে ভোটযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আজ অর্থাৎ মঙ্গলবার তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে মোট ৩১টি আসনে। তার মধ্যে রয়েছে হুগলির তারকেশ্বর। স্বাভাবিকভাবেই ভোটের কারণে বেশ কয়েকদিন আগেই এলাকায় পৌঁছে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁদের মধ্যেই ছিলেন এই দু’জন। জানা গিয়েছে, সোমবার রাতে তারকেশ্বরের রামনগরের বাসিন্দা এক নাবালিকা টিউশন সেরে বাড়ির দিকে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর ওই দুই জওয়ান মুখ চেপে তাকে টেনে নিয়ে যায়। আতঙ্কে আর্তনাদ করতে শুরু করে নাবালিকা। শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে যান। এরপরই নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ তুলে জওয়ানদের বেধড়ক মারধর করে এলাকাবাসী। অভিযুক্তদের জুতো পেটা করা হয় বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।

রাতেই অভিযুক্ত জওয়ানদের শাস্তির দাবিতে রামনগর থানায় বিক্ষোভ দেখায় নাবালিকার পরিবার ও প্রতিবেশীরা। অভিযোগ, পুলিশকে গোটা বিষয়টি জানালেও তাঁরা বিষয়টায় গুরুত্ব দেয়নি। এরপরই থানার সামনে বিক্ষোভ দেখায় নির্যাতিতার পরিবার। মঙ্গলবার ভোরে পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে আয়ত্তে আসে পরিস্থিতি। ওই ঘটনার জেরে এখনও থমথমে এলাকা।

 

Leave a Reply

error: Content is protected !!