Thursday, November 21, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

চলছে লকডাউন, শুরু হচ্ছে রমজান! কি করবেন, কি করবেন না? মুসলিমদের প্রতি বার্তা আলেমদের

নিজস্ব সংবদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : লকডাউন-এর মধ্যে মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান শুরু হচ্ছে। এই মাসে করণীয় বিষয় সম্পর্কে মুসলিমদের প্রতি দ্বীনি ও মিল্লী সংঠনগুলির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও আলেমদের পক্ষ থেকে সম্মিলিত আবেদন করা হয়েছে। সম্পূর্ণ আবেদনপত্রটি হুবুহু তুলে ধরা হল –

সারাদেশে লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। আলহামদুলিল্লাহ মুসলমানেরা লকডাউন মেনে চলছে। এমনকি মন না চাইলেও পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমআর নামাজ মসজিদে আদায় করাকে সীমিত করে দেওয়া হয়েছে। এখন এপ্রিলের শেষ সপ্তাহে পবিত্র রমজানুল মোবারক শুরু হতে যাচ্ছে। মুসলমানদের জন্য এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ইবাদতের বিশেষ ব্যবস্থাপনা করা হয়ে থাকে। লকডাউন-এর বিষয়কে বিবেচনায় রেখে পবিত্র রমজানুল মোবারকের যথাযথ ব্যবস্থাপনা কি ভাবে করা যেতে পারে সে ব্যাপারে মুসলিম মিল্লাতের নেতৃস্থানীয়দের তরফ থেকে নিম্নোক্ত আবেদন জারি করা হচ্ছে। মিল্লাতে ইসলামীয়া এই আবেদনে ইতিবাচক সাড়া প্রদান করবেন ইনশাআল্লাহ, এই আশা ব্যক্ত করছেন মিল্লাতে দায়িত্বশীল ব্যাক্তিবর্গ।

আবেদন

◆ করোনা ভাইরাসের সংক্রমণ এড়ানোর জন্য নামাজের জামাআতে কম সংখ্যক লোকের উপস্থিতির বিষয়টি মেনে চলা হচ্ছে। এখন মসজিদে আজান দেওয়া হচ্ছে এবং গুটিকয়েক লোক নামাজ পড়ছেন। বাকি সব লোকেরা যে যার বাড়িতে নামাজ পড়ছেন। এই ধারা রমজান মাসেও বজায় রাখতে হবে। মসজিদে শুধুমাত্র তাঁরাই তারাবিহ পড়তে আসুন যারা শেষ দশকে ইতিকাফ করবেন।

◆ শরয়ী ওজর ছাড়া কেউ যেন রোজা রাখা ছেড়ে না দেন।

◆ সেহেরী ও ইফতারের ব্যবস্থাপনা যেন সবাই বাড়িতেই করেন। ইফতার পার্টি এবং দাওয়াত পুরোপুরি বন্ধ করে দিতে হবে।

◆ বাড়িতে তারাবির নামাজ আদায় করতে হবে। ব্যক্তিগতভাবে বা বাড়ির সদস্যদের নিয়ে একসঙ্গে আদায় করা যেতে পারে। পরিস্থিতি বিবেচনায় আসে পাশের লোকদের এক সাথে জমা করে তারাবীহ পড়ার প্রবনতা পরিহার করতে হবে।

◆ রমজান মাসে যতদূর সম্ভব বাজারে যাওয়া থেকে বিরত থাকতে হবে । বিশেষ করে ইফতারির সময়ের পূর্বে কেনাকাটার জন্য ভিড় থেকে বাঁচুন।

◆ রমজানের রাতে এদিক-ওদিক ঘুরাঘুরি করা থেকে কঠোরভাবে নিজেদের বিরত রাখতে হবে।

◆ বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার সাথে কোরআনকে বুঝে পড়ার প্রচেষ্টা চালান। এর জন্য কোরআনের যে কোন তরজমা ও তাফসীরের সাহায্য গ্রহণ করুন।

◆ এই অবস্থায় পরিবারের সকলের আত্মার পরিশুদ্ধি (তাজকিয়া) ও ইসলামী আদব কায়দার প্রশিক্ষণের (তরবিয়ত) ব্যবস্থা করতে হবে। এজন্যে পরিবারের সকলকে এক সাথে নিয়ে কিছু সময় দ্বীনি পুস্তক এবং হাদিসের কিতাব থেকে পাঠ বা অধ্যয়ন এর ব্যবস্থাপনা করা দরকার ।

◆ তরবিয়ত ও তাযকিয়ার উপযোগী কোরআন ও হাদিসের অনলাইন দারস তৈরী করা হোক, যাতে এর দ্বারা আধুনিক শিক্ষিত যুবক যুবতী ও সাধারন মানুষ উপকৃত হতে পারেন ।

◆ তওবা, ইস্তেগফার, জিকির-আজকার ও দোয়া বেশি বেশি করার দিকে মনোযোগী হওয়া ও তার ব্যবস্থা করতে হবে।

◆ মাহে রমজানে আত্মীয়-স্বজন, পাড়শী ও দুস্থ অভাবী মানুষদের দিকে বিশেষ করে খেয়াল দিতে হবে। বেশি বেশি করে সাদকা ও দান করতে হবে। মনে রাখতে হবে সাদকা বালা-মুসীবতকে রদ করে।

◆ রাজ্যের সকল নাগরিককে এই সময়ে যথেষ্ট সর্তকতা অবলম্বন করতে হবে। সরকারের স্বাস্থ্য দপ্তর ও বিশেষজ্ঞ ডাক্তারদের পক্ষ থেকে যে পরামর্শ ও নির্দেশিকা প্রদান করা হয়েছে তা কঠোরভাবে মেনে চলা উচিত প্রত্যেককেই। লকডাউন সম্পর্কে প্রশাসন যে নির্দেশনা প্রদান করেছে তা পুরোপুরি মেনে চলার চেষ্টা করতে হবে ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

শেষে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে আমাদের সকলের আকুতি, হে আল্লাহ এই ভয়ঙ্কর মহামারী থেকে যথাশীঘ্র আমাদেরকে মুক্তি দিন এবং আমাদের স্বাভাবিক জীবনকে ফিরিয়ে দিন। – আমীন।

আবেদনকারীদের নাম

  1. ক্বারী ফজলুর রহমান, ইমামে ঈদাঈন, কলকাতা।
  2. মাওলানা আব্দুর রফিক, আমীরে হালকা, জামাআতে ইসলামি হিন্দ, পশ্চিমবঙ্গ।
  3. পীরজাদা ত্বহা সিদ্দিকী, ফুরফুরা দরবার শরীফ, হুগলি।
  4. আহমাদ হাসান ইমরান, সম্পাদক, পূবের কলম।
  5. ক্বারী শফিক কাশেমী, ইমাম, নাখোদা মসজিদ, কলকাতা।
  6. ক্বারী মাওলানা শামসুদ্দীন, সাধারণ সম্পাদক, জমিয়তে উলামায়ে হিন্দ।
  7. মাওলানা মারুফ সালাফী, জমিয়তে আহলে হাদীস।
  8. মাওলানা আবু তালীব রাহমানী, সদস্য, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।
  9. মাওলানা আলমগীর সর্দার, সাধারণ সম্পাদক, জমিয়তে আহলে হাদীস, পশ্চিমবঙ্গ।
  10. মুফতি আব্দুল মাতিন, সাধারণ সম্পাদক, সুন্নাত – অল – জামাআত।
  11. মাওলানা মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক, সংখ্যালঘু যুব ফেডারেশন।
  12. শাহ আলম, সাধারণ সম্পাদক, আমানত ফাউন্ডেশন ট্রাস্ট, কলকাতা।
  13. মুফতি মাওলানা তাহেরুল হক, দারুল কাযা।
  14. ডা: রইসুদ্দিন, সদস্য, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।
  15. সাউদ আলম, সাধারন সম্পাদক, অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল, পশ্চিমবঙ্গ।
  16. মূফতী আব্দুল ক্বাইউম। মাগরিবী বাঙ্গাল আঞ্জুমানে অয়েজিন।
  17. মাওলানা হাসান মাহদী, শিয়া আলিম, কলকাতা।
  18. মাওঃ গোলাম মোস্তাফা। বোর্ড অফ ইসলামিক এডুকেশন।
  19. মাওলানা তামিম সিদ্দিকী, সিতাপুর দরবার শরীফ।
  20. মাওলানা মুজাহিদ হুসাইন হাবিবি, সভাপতি, মিল্লি ইত্তেহাদ পরিষদ, পশ্চিমবঙ্গ।
  21. আব্দুল আজিজ, সাধারন সম্পাদক, মুসলিম মজলিশে মুশাওয়ারাত, পশ্চিমবঙ্গ।
  22. ওসমান গনি, রাজ্য সভাপতি, এস.আই.ও পশ্চিমবঙ্গ।

প্রচারে

জামাআতে ইসলামি হিন্দ
পশ্চিমবঙ্গ।

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!