Thursday, September 19, 2024
দেশফিচার নিউজ

G20 Summit: লোগোতে বিজেপির নির্বাচনী প্রতীক ‛পদ্ম ফুল’ কেন?

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিন দশেক পর রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে G20 শীর্ষ সম্মেলন। তার লোগোতে পদ্ম ফুল ব্যবহার নিয়ে দেশের সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছিল। যে পদ্ম বিজেপির নির্বাচনী প্রতীক, জি ২০-এর লোগোর অংশ হিসাবে সেই পদ্ম কেন ব্যবহৃত হয়েছে?

দেশের বিরোধী দল থেকে শুরু করে বিজেপি বিরোধীদের তোলা নানা প্রশ্নের সোজাসাপ্টা উত্তর দিয়েছিল মোদীর দল। ১৯৫০ সালে পদ্মকে জাতীয় ফুল হিসাবে ঘোষণা করা হয়েছিল, তাই এই পদ্ম যেকোনও জায়গায় ব্যবহার যাবে বলে যুক্তি দেয় বিজেপি। অন্যদিকে এই লোগো সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদীর কথায়, এবারের জি-২০ সামিটের লোগো হল, সাতটি পাপড়ি বিশিষ্ট প্রস্ফুটিত পদ্ম। এই লোগোর বিশেষ তাৎপর্যও রয়েছে। মূলত বিশ্বের সাতটি মহাদেশ এবং সুরের সাতটি স্বরের প্রতীক হল পদ্মফুলের সাতটি পাপড়ি। পদ্মফুল ভারতের পৌরাণিক ঐতিহ্য। আমাদের বিশ্বাস, আমাদের বুদ্ধিমত্তাকে চিত্রিত করে প্রস্ফুটিত পদ্ম। এবারের জি-২০ বিশ্বকে সম্প্রীতির বন্ধনে একত্রিত করবে – লোগোর মাধ্যমে এমনটাই বোঝানো হয়েছে।

যদিও এসব যুক্তি ধোপে টেকেনি। বিরোধীরা মনে করছেন, এই পদ্মফুলের মাধ্যমে আসলে নিজেদের দলের প্রচার করছে বিজেপি। কংগ্রেস নেতা জয়রাম রমেশের কথায়, “সত্তর বছর আগে কংগ্রেসে পতাকাকে দেশের জাতীয় পতাকা হিসাবে বিবেচনা করার প্রস্তাব ছিল। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন জওহরলাল নেহরু। কিন্তু এখন, জি-২০ সম্মেলনের লোগোতে বিজেপির নির্বাচনী প্রতীক ব্যবহার করা হচ্ছে। বিজেপি নিজেদের প্রচার করার কোনও সুযোগ ছাড়ে না।”

Leave a Reply

error: Content is protected !!