Wednesday, February 5, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

সুন্দরবনের পিছিয়ে পড়া এলাকার পড়ুয়াদের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা ‛সমতা’

সাকিব হাসান, দৈনিক সমাচার, কুলতলী: আমফান পরবর্তী মুহূর্তে কুলতলির বিস্তীর্ণ এলাকায় যেভাবে নদীর বাঁধ ভেঙে নোনাজল এলাকা প্লাবিত হয়ে ছিল। আর তা বিভিন্ন সংবাদমাধ্যমে পরিবেশিত হয়েছিল। আর তারই পরিপেক্ষিতে রাজ‍্যের বিভিন্ন জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ মানুষ।

এবার পিছনে পড়া এলাকার পড়ুয়াদের পাশে এসে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন ‛সমতা’। সুদূর কলকাতা থেকে পিছিয়ে পড়া সুন্দরবন এলাকাধিন কুলতলীতে আসে তারা। তারা তাদের নিজ উপার্জনের অর্থে বই-খাতা, পরিবারের মহিলা সদস্যদের শাড়ি কাপড় থেকে শুরু করে, স্কুলপড়ুয়াদের বই খাতা কলম এবং বয়স্ক মানুষের হাতে পোশাকেও কম্বল তুলে দেন। কুলতলির প্রতিটি অঞ্চলে তারা এভাবেই একের পর এক কর্মসূচি গ্রহণ করবেন এবং সাধারন মানুষের পাশে থাকবেন।

 

Leave a Reply

error: Content is protected !!