দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ‛যদি কেউ ভাবেন নিজে বসে থাকবেন আর নীচের তলার লোকেরা কাজ করবে, দল তাঁদের নিয়ে ভাববে না।’ দলীয় বিধায়ক ও তৃণমূল নেতৃত্বের সঙ্গে ভিডিও বৈঠকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এদিন বলেন, বুথ স্তরে মানুষকে জানাতে হবে সরকারের ভূমিকা ও সাফল্য।
এদিন দলনেত্রী সতর্ক করেন, ত্রাণ নিয়ে রাজনীতি করা যাবে না। ত্রাণ দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক রঙ দেখা যাবে না। সব দলের নেতা, কর্মীরাই যাতে ত্রাণ পান, সেই বন্দোবস্ত করতে হবে। রেশন বা ত্রাণ বণ্টন নিয়ে কোনওরকম দুর্নীতি, অনিয়ম বা দলবাজি হলে প্রশাসন তাঁর বিরুদ্ধে সবরকম ব্যবস্থা নেবে বলে এদিন হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।