Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

পোশাক দেখলেই সব বোঝা যায়? যাঁরা টুপি পরেন সবাই খারাপ? – মোদীকে জবাব মমতার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ‛পোশাক দেখলেই বোঝা যাচ্ছে কারা আন্দোলন করছে।’ নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁদের উদ্দেশে ঠিক এই ভাষাতেই বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পোশাক প্রসঙ্গ টেনেই নাম না করে মোদীকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

আজ যাদবপুরে মিছিল ছিল তৃণমূলের। এদিনের মিছিল শুরুর আগে মমতা বলেন, ‛পোশাক দেখলেই কে ভাল আর কে খারাপ বোঝা যায় না কি? যাঁরা টুপি পরেন তাঁরা সবাই খারাপ আর যাঁরা পরেন না তাঁরা সবাই ভাল? ওরা ধর্ম, পোশাক দিয়ে মানুষকে আলাদা করতে চাইছে। আমাদের এক হয়ে থাকতে হবে।’

মমতা আরও বলেন, ‛বাংলায় আমরা মানুষের মধ্যে ভেদাভেদ করতে দেব না, দেব না, দেব না। দেশ জ্বলছে, বাজার জ্বলছে, আর ওরা পোশাক নিয়ে কথা বলছে।’ এদিনের মিছিল শুরু হয় যাদবপুর থেকে। দুই অভিনেত্রী সাংসদ নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী ছিলেন একেবারে প্রথম সারিতে। উপস্থিত ছিলেন চিত্র পরিচালক গৌতম ঘোষ, প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য প্রমুখ।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!