Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

নাম শুনেই পিটিয়ে ছিলেন মুসলিম সবজি বিক্রেতাকে, গ্রেফতার সেই ব্যক্তি

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনার নামে মুসলমানদের যারা টার্গেট করছে তাদের বিরুদ্ধে এইবার ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। করোনার নামে একজন মুসলিম সবজি বিক্রেতাকে মারধরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। অভিযুক্তর নাম প্রবীণ বব্বর। সম্প্রতি এক সবজি বিক্রেতাকে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণেই মারধর করেছিলেন প্রবীণ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তদন্তে নামে পুলিশ। ভিডিওতে দেখা যাচ্ছে একটি সবজি বিক্রেতাকে এক ব্যক্তি অযথা পেটাচ্ছেন। ভিডিওর শুরুতে ওই ব্যক্তি প্রথমে সবজি বিক্রেতাকে তাঁর নাম জিজ্ঞাসা করেন। জবাবে সবজি বিক্রেতা নিজের নাম মোহাম্মদ সেলিম বললে, লোকটি তাঁকে গালি দেওয়ার পাশাপাশি লাঠি দিয়ে মারধর শুরু করেন।

[আরও পড়ুন : ‛নাম মোহাম্মদ সেলিম’, শুনেই মুসলিম সবজি বিক্রেতাকে বেধড়ক পিটুনি! ভাইরাল ভিডিও]

ভাইরাল হওয়া ওই ভিডিওর ভিত্তিতেই অভিযুক্ত প্রবীণকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ পূর্ব দিল্লির ডিসিপি আরপি মীনা গণমাধ্যমকে জানান, ট্যুইটারে বেশ কয়েকজন নামী-বেনামী লোক একটি ভিডিও ট্যুইট করেন। ভিডিওতে একজন ব্যক্তি সবজি বিক্রেতাকে ধর্ম জিজ্ঞাসা করে মারধর করছিলেন।

ডিসিপি আরপি মীনা জানান, সাইবার সেল তদন্ত করতে গিয়ে ভিডিওতে একটি বাইক দাঁড়িয়ে থাকতে দেখে, যার নম্বর ছিল DL 9S BX9250। খোঁজ নিয়ে জানা যায় বাইকটি মোলারবন্দ এলাকার সুধাংশু নামের এক ব্যক্তির। পুলিশ সুধাংশুকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে ঘটনাটি তাজপুর রোডের। তিনি জানান, সবজি বিক্রেতাকে মারধর করা ব্যক্তির নাম প্রবীন বব্বর এবং সে বদরপুর এক্সটেনশনের বাসিন্দা।

এরপর ট্যুর ও ট্রাভেলসে কর্মরত প্রবীণকে গ্রেফতার করে পুলিশ। যদিও গ্রেফতার হওয়ার পর প্রবীণ অস্বীকার করেন যে, তিনি ধর্ম দেখে সবজি বিক্রেতাকে মারধর করেছিলেন। পাল্টা যুক্তি দিয়ে তিনি বলেন, সবজি বিক্রেতা লকডাউন মানছিল না, তাই রেগে গিয়েই তাঁকে মেরেছি। এদিকে ওই সবজি বিক্রেতার দাবি, অভিযুক্ত ব্যক্তি তাঁকে তাঁর ধর্ম জিজ্ঞাসা করে এবং গালি দেয়। তারপরে তাঁকে মারধর করে। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি তাঁর ধর্মকে গালাগালি করে এবং বলতে থাকে তোমরাই করোনা ছড়াচ্ছ।

 

 

অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।

আমাদের খবরাখবর ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ লাইক করে পাশে থাকুন

Leave a Reply

error: Content is protected !!