দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ওড়িশার কালাহান্দি জেলা, দেশের সবচেয়ে পিছিয়ে পড়া জেলাগুলির মধ্যে একটি। সেই কালাহান্দি আবারও শিরোনামে। এবার দুর্ভিক্ষ বা অনাহারের কারণে নয়, বরং ২৭ বছর বয়সী পরিযায়ী শ্রমিক দুলেশ্বর টান্দির প্রতিভার বলে দেশজুড়ে পরিচিতি লাভ করছে। তাঁকে ওড়িষ্যার ‛গলি বয়’ও বলা হয়। হ্যাঁ, ডুল রকার, যার র্যাপের গানগুলি আজকাল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
দুলেশ্বর তাঁর গানের মাধ্যমে প্রশাসন ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন। লকডাউনে পরিযায়ী শ্রমিকদের বেদনা, কয়েক মাইল দূর থেকে হেঁটে বাড়ি ফেরা, সরকারী স্কিমগুলির ব্যর্থতা, সাধারণ জনগণের সাথে দারিদ্র্য, বেকারত্ব, দুর্নীতি বিভিন্ন বিষয়ে গান করে সরকারের কাছে জবাব চাইছেন তিনি। তাঁর কন্ঠে এবং বর্ণমালায় এমন ব্যথা রয়েছে যা মানুষকে তাঁর দিকে টানছে।
১৯৯৩ সালের ফেব্রুয়ারি মাসে কালাহান্দি জেলার বোদ্রার একটি ছোট্ট গ্রামে কৃষক পরিবারে জন্ম নেওয়া দুলেশ্বরের কাছে বলিউড থেকে ফোন এসেছে এবং তিনি অনেক অফার পেতে শুরু করেছেন। তিনি দারিদ্র্য, বেকারত্ব এবং অসহায়ত্ব ঘনিষ্ঠভাবে দেখেছেন। অনেক রাত কেটে গেছে রেলপথ ও বাস স্টেশনগুলিতে। ক্ষুধা যন্ত্রণা তাঁকে বেদনা দিয়েছে। ক্ষমতাসীনদের প্রশ্ন জিজ্ঞাসা করার অস্থিরতা এই কষ্ট থেকেই বেরিয়ে এসেছে। দুলেশ্বর বলেছেন যে, এমন দিনও গিয়েছে যখন তার পরিবারও ক্ষেতে একটি দানাও রাখেনি।