Thursday, February 6, 2025
সম্পাদকীয়

চলছে লকডাউন, বন্ধ কাজ! তবু আজ যে মে দিবস – শ্রমজীবী মেহনতি মানুষদের দিন

সারা দেশ আজ স্তব্ধ, রাস্তাঘাট শুনশান, ব্যবসা বন্ধ, কর্মহীন মানুষ; সারা দেশ জুড়ে চলছে লকডাউন। এর মাঝেই আজ সেই বিশেষ দিন, যে দিনটা প্রত্যেক বছর পালিত হয় শুধুই শ্রমিকদের দিন হিসেবে। আজ বিশ্ব শ্রমিক দিবস বা মে দিবস।

প্ৰতি বছর সারা বিশ্বে এই দিনটি পালিত হয় প্রতীকী দিন হিসেবে। শ্রমজীবী মেহনতি মানুষদের দিন হিসেবে। মে দিবস হাজার হাজার শ্রমিকের পথ চলা মিছিলের কথা, একই পতাকা তলে দাঁড়িয়ে আপোষহীন সংগ্রামের কথা।

লকডাউনে অচেনা এক মে দিবসের মুখোমুখি আজ আমরা। তবু সেই মেহনতি মানুষদের প্রতি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছে দৈনিক সমাচার।

Leave a Reply

error: Content is protected !!