দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লি দাঙ্গার জন্য বিজেপি নেতাদের দায়ী করল দিল্লি সংখ্যালঘু কমিশন। তথ্য অনুসন্ধান রিপোর্টে কমিশন বিজেপি নেতাদের বিরুদ্ধে আঙুল তুলে বলেছে, বিধানসভা নির্বাচনের সময় নেতারা তাঁদের ভাষণে মানুষকে প্ররোচিত করেছেন।
১৩০ পাতার প্রতিবেদন ইতিমধ্যেই পেশ করা হয়েছে লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে। আর তাতে দিল্লি পুলিশের ‛নিস্ক্রিয়তার’ নির্দিষ্ট অভিযোগ করা হয়েছে। দিল্লি পুলিশের অন্যতম মুখপাত্র অনিল মিত্তাল অবশ্য জানিয়েছেন, ‛দিল্লি সংখ্যালঘু কমিশনের কাছ থেকে এখনও পর্যন্ত আমরা কোনও রিপোর্ট পাইনি।
অন্যদিকে বিজেপির দিল্লি শাখার মুখপাত্র হরিশ খুরানা যথারীতি এই রিপোর্টের নিন্দা জানিয়েছেন। তাঁর দাবি, এটি আদতেই একটি রাজনৈতিক রিপোর্ট। একইসঙ্গে পুলিশের ‛নিস্ক্রিয়তার’ নির্দিষ্ট অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন তিনি। দিল্লি সংখ্যালঘু কমিশনের দফতরে রিপোর্টটি প্রকাশ করেন কমিশনের চেয়ারম্যান জাফারুল ইসলাম খান। ছিলেন দশ সদস্যের তথ্য অনুসন্ধান কমিটির সদস্যরাও।
আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে