স্পোর্টস ডেস্ক, দৈনিক সমাচার : হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মোহাম্মদ আজহারুদ্দিন। ত্রিমুখী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এইচসিএ প্রেসিডেন্ট হলেন তিনি। এই জয়ে ক্রিকেট জীবনের অন্য অধ্যায়ের সূচনা ঘটালেন আজহার। ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ২০০০ সালে আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। অবশেষে ২০১২ সালে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট আজহারুদ্দিনেরওপর থেকে আজীবনের নিষেধাজ্ঞা তুলে নেন।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই ক্রিকেট প্রশাসনে নিজেকে যুক্ত করার লড়াই শুরু হয় আজহারের। অবশেষে সফল হলেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। ১৪৭ ভোট পেয়ে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আজহার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রকাশচাঁদ জৈন পেয়েছেন ৭৩ ভোট। অন্য প্রতিদ্বন্দ্বী দিলীপ কুমার পেয়েছেন, মাত্র ৩ ভোট। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আজহারের প্রতিক্রিয়া, ‛সবার আগে হায়দরাবাদ ক্রিকেটের উন্নতি। তারপর অন্য সব।’