Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

হাথরসের নির্যাতিতা সম্পর্কে কুরুচিকর মন্তব্য, বিজেপি নেতা রঞ্জিত বাহাদুরকে নোটিস মহিলা কমিশনের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: হাথরসের নির্যাতিতা চরিত্র নিয়ে প্রশ্ন তোলায় বিজেপি নেতা রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তবকে নোটিস ধরিয়েছে জাতীয় মহিলা কমিশন। আগামী ২৬ অক্টোবর সকাল ১১টার মধ্যে উপযুক্ত ব্যাখ্যা–সহ রঞ্জিতকে জবাব দিতে বলা হয়েছে। অভিযুক্তদের নির্দোষ বলে দাবি করে রঞ্জিত বলেছেন, ‘‌এই ধরনের মেয়েদের মৃতদেহ খেতের মধ্যেই পাওয়া যায়!’‌ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় রঞ্জিত দাবি করেছেন, ‘‌নির্ঘাত ওই তরুণীই অভিযুক্ত যুবককে খেতের মধ্যে ডেকেছিল। ওদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তারপর নিশ্চয়ই ওই তরুণী ধরা পড়ে গিয়েছিল।’‌

তিনি আরও বলেন, ‘এই ধরনের মেয়েদের মৃতদেহ কিছু নির্দিষ্ট জায়গাতেই পাওয়া যায়। তাদের দেহ আখের খেত, ভুট্টা, বাজরার খেত, নইলে ঝোপ, নর্দমা বা জঙ্গলেই পাওয়া যায়। কেন তাদের দেহ কোনও সময় ধান বা গমের খেতে পাওয়া যায় না?’

এরপরেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। বলেছেন, ‘‌উনি কোনও দলেরই নেতা হওয়ার যোগ্য নন।’‌ গণধর্ষিতার পরিচয় ট্যুইটারে প্রকাশ করায় জাতীয় মহিলা কমিশন ইতিমধ্যেই বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য, কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ, অভিনেত্রী স্বরা ভাস্করকে নোটিস পাঠিয়েছে।

 

Leave a Reply

error: Content is protected !!