Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কৃষি আইন নিয়ে প্রশ্ন তোলায় রাহুলকে ‘সর্বনাশা ব্যক্তি’ বলে কটাক্ষ নির্মলার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কৃষি আইন নিয়ে প্রশ্ন তোলায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে ‘সর্বনাশা ব্যক্তি’ বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন সংসদে রাহুল গান্ধীকে পরপর প্রশ্নবাণে বিদ্ধ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাশাপাশি নির্মলা সীতারমন অভিযোগ করেন, রাহুল গান্ধী ‘মিথ্যাচার’ করছেন। রাহুল গান্ধী দেশকে নীচু দেখানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন নির্মলা সীতারমন।

এদিন নির্মলা বলেন, ‘রাহুল গান্ধী বললেন তিনি কৃষক ইস্যু ছাড়া অন্য কোনও বিষয়ে বলবেন না। আমি ওনাকে প্রশ্ন করতে চাই, এই ইস্যুতে ওনার দল কংগ্রেস কেন ইউ-টার্ন নিল। কংগ্রেস যদি এতই কৃষক বান্ধব হয়, তাহলে কেন তাদের শাসিত রাজ্যে তারা কৃষকদের ঋণ মুকুব করার পথে হাঁটছে না। এই কৃষি আইনগুলির মধ্যে একটি পয়েন্ট রাহুল তুলে ধরুক যেটা কৃষক-বিরোধী।’

এরপরেই তিনি কংগ্রেসকে নিশানা করে বলেন, ‘আসল সুবিধাভোগীরা কোথায়? তাঁরা সম্ভবত এখন এমনটা দলের আড়ালে লুকিয়ে রয়েছেন, যাদের মানুষ প্রত্যাখান করেছে৷’ এখানেই থামেননি নির্মলা সীতারমন৷ তিনি কংগ্রেস তথা রাহুল গান্ধীকে নিশানা করে বলেন, পরিবারতন্ত্র এবং সুবিধা পাইয়ে দেওয়ার মনোভাবের কারণেই কংগ্রেস আজ বিশ্বাসযোগ্যতা হারিয়েছে৷ আর আজ তাই তারা বিশ্বাস করে দেশে গণতন্ত্র শেষ হয়ে গিয়েছে৷ আর সেই বিপর্যয়ের মুখে ভারতের শেষদিনের মানুষটি হলেন রাহুল গান্ধী৷

এর আগে রাহুল গান্ধীর বিরুদ্ধে সংসদে স্বাধীকার ভঙ্গের নোটিস আনে বিজেপি৷ শুক্রবার লোকসভায় বিজেপি সাংসদ সঞ্জয় জসওয়াল রাহুলের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস দেন৷ বৃহস্পতিবার লোকসভায় অধিবেশন চলাকালীন রাহুল গান্ধীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেই এই নোটিস দেওয়া হয় বলে জানা যায়৷

বৃহস্পতিবার লোকসভায় বাজেট অধিবেশনের জবাবি ভাষণে অংশগ্রহণ করেন ওয়েনাড়ের সাংসদ কংগ্রেসের রাহুল গান্ধী৷ কিন্তু তিনি বাজেটের উপর একটিও কথা বলতে রাজি হননি৷ বরং কেন্দ্রের নয়া কৃষি আইন নিয়ে সমালোচনা করেন৷ একাধিক অভিযোগ করেন৷ কৃষক আন্দোলন চলাকালীন ২০০-রও বেশি কৃষক মারা গিয়েছে এই অভিযোগ তুলে দু’মিনিট নীরবতা পালন করেন৷

তার পর যখন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর তাঁর এই আচরণের সমালোচনা শুরু করেন, সেই সময় লোকসভা ছেড়ে বেরিয়ে যান রাহুল৷ তাঁর এই আচরণ নিয়ে ব্যাপক বিতর্ক হয়৷ কেন্দ্রীয় সরকারের দুই মন্ত্রী অনুরাগ ঠাকুর ও স্মৃতি ইরানি লোকসভায় দাঁড়িয়েই রাহুল গান্ধীর ওই আচরণের সমালোচনা করেন৷ সেই নিয়েই লোকসভায় রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনা হয়৷

 

Leave a Reply

error: Content is protected !!