দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নানা বাধা পেরিয়ে ২৩ জুলাই থেকে শুরু হতে চলা অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ বার হাজির থাকবেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। টোকিয়ো অলিম্পিক্সে বিশেষ সম্মান অলিম্পিক লরিয়াল পুরস্কার পেতে চলেছেন ইউনুস।
খেলাধুলোর ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এই সম্মান পেতে চলেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। ‘ইউনুস স্পোর্টস হাব’ নামে একটি সামাজিক সংগঠন তৈরি করেছেন তিনি। খেলাধুলোর মাধ্যমে উন্নয়নের তত্ত্ব প্রচার করে থাকে এই সংগঠন।
ক্ষুদ্র ঋণের প্রবক্তা ইউনুসকে ২৩ জুলাই উদ্বোধনের দিনই অলিম্পিক লরিয়াল তুলে দেওয়া হবে। ২০১৬ সালের রিও অলিম্পিক্স থেকেই এই অলিম্পিক সম্মান দেওয়া শুরু হয়েছে। রিও অলিম্পিক্সে এই সম্মান পেয়েছিলেন কেনিয়ার অলিম্পিয়ান কিপ কেইনো।
কেনিয়ার শিশুদের জন্য নিরাপদ ঘর, বিদ্যালয় ও ক্রীড়া প্রশিক্ষণের ব্যবস্থা করায় এই পুরষ্কার পেয়েছিলেন তিনি।