Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ভুল বোঝানো হচ্ছে! দশ বছর আগের এনপিআর ছিল অনেক সহজ, এখন যা অনেক জটিল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গোটা দেশ এখন নাগরিকত্ব ইস্যুতে উত্তাল। নয়া নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর মোদী সরকারের বিরুদ্ধে দেশের বিভিন্ন রাজ্যে চলছে জোরদার আন্দোলন। নাগরিকত্ব আইন, এনআরসি জুজুর মাঝেই দেশবাসীর সামনে নিয়ে আসা হল এনপিআর। জাতীয় জনসংখ্যা রেজিস্টার প্রতি ১০ বছর অন্তর হয়ে থাকে। ২০১০ সালে শেষবারের মতো দেশজুড়ে এনপিআর হয়েছিল।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

যদিও এবারের এনপিআরে পোহাতে হবে আরও বেশি ঝক্কি, ঝামেলা। এইবার জমা দিতে হবে মা, বাবার জন্মতারিখ ও জন্মস্থানের নথিপত্রও! এখানেই শেষ নয়, এ বার নাম নথিভুক্ত করাতে উল্লেখ করতে হবে নতুন মোট ৮টি বিষয়। যার মধ্যে রয়েছে আধার কার্ডের নম্বর। যা বাধ্যতামূলক। ১০ বছর আগে এনপিআর-এ নাম নথিভুক্ত করানোর জন্য এই সবের প্রয়োজন হয়নি।

এখন যা লাগবে। ছবি : আনন্দবাজার

২০১০-এ এনপিআর-এ নাম নথিভুক্ত করানোর জন্য মা ও বাবার নাম আলাদা ভাবে জানাতে হত। এ বার মা বা বাবা যে কোনও এক জনের নাম জানালেই হবে। এ ছাড়াও জানাতে হবে মোবাইল ফোনের নম্বর, মা ও বাবার জন্মতারিখ, জন্মস্থান, আগের বাড়ির ঠিকানা, ভারতীয় পাসপোর্টের নম্বর (থাকলে), ভোটার আইডি কার্ড ও ‘প্যান’ কার্ডের নম্বর। জানাতে হবে গাড়ির লাইসেন্সের নম্বরও (থাকলে)।

২০১০ সালে যা লেগেছিল। ছবি : আনন্দবাজার

Leave a Reply

error: Content is protected !!