দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : বছরের প্রথম ডার্বিতেও সিএএ ও এনআরসির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আছড়ে পড়ল। নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধিতায় বিরাট আকারের একাধিক টিফো ঝুলল ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই শিবিরের গ্যালারিতে। সবুজ-মেরুন গ্যালারির ঝোলানো টিফোতে লেখা হয়েছে, ‛পলাশীর প্রান্তরে সূর্যাস্তের পর চোখ চোখে রেখে লড়াই শিখিয়েছি আমরাই।’
খেলা শুরুর কয়েক মিনিট আগে দুনম্বর গ্যালারির মাঝে যখন এই টিফো, পরের মিনিটেই ইস্টবেঙ্গল গ্যালারিতে ঝোলানো হল লম্বা আর একটি টিফো। তাতে লেখা, ‛রক্ত দিয়ে কেনা মাটি, কাগজ দিয়ে নয়।’ কিন্তু খেলার মাঠে এই ধরনের রাজনৈতিক টিফো কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে দু’দলের অনেক সমর্থকই এই টিফোতে আপত্তি জানাচ্ছেন। তাঁদের বক্তব্য, খেলার মাঠে এসব কাঙ্ক্ষিত নয়।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন