সম্পাদকীয় ডেস্ক : দেশজুড়ে চলছে নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধী আন্দোলন। মোদী সরকারের প্রশ্নবিদ্ধ নয়া আইনের বিরুদ্ধে ইতিমধ্যে একজোট সাতটি রাজনৈতিক দল। এই দলগুলির দাবি একটাই, নাগরিকত্ব আইন বাতিল করো। দলগুলি হল – কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেডি, জেডিইউ, সিপিআই, সিপিএম, আম আদমি পার্টি এবং টিআরএস। এই সাত দল ১১ রাজ্যে ক্ষমতায় রয়েছে। রাজ্যগুলো হলো – পাঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, পদুচেরি, পশ্চিমবঙ্গ, ওডিশা, বিহার, কেরালা, দিল্লি ও তেলেঙ্গানা। দেশজুড়ে পত্রিকায় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মোদী সরকার জানিয়ে ছিল, ‘এই আইন কারও নাগরিকত্ব ছিনিয়ে নেবে না। মুসলমানদের বিরুদ্ধেও নয়।’ অথচ প্রধানমন্ত্রী মোদী পোশাক দেখে মুসলিমদের কটাক্ষ করছেন।
যদিও মোদী সরকারের তরফে আন্দোলনের আগুনে জল ঢালতে রাজ্যে রাজ্যে জারি করা হয়েছে ১৪৪ ধারা। বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো স্টেশন, বাস চলাচল। বন্ধ করা হয়েছে মুঠোফোনের ইন্টারনেট ও এসএমএস পরিষেবাও। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মানুষ যাতে রাস্তায় নামতে না পারে, সে জন্য সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। কিন্তু সব বাধা উপেক্ষা করে রাস্তায় নেমেছে কর্ণাটকের বেঙ্গালুরু ও মেঙ্গালুরু, দিল্লি, মুম্বাই, চণ্ডীগড়, কেরালা, উত্তর প্রদেশ ও জম্মু থেকে কলকাতার লক্ষ লক্ষ মানুষ। মিছিল–স্লোগান চলছে সবখানে। তাদের স্লোগান ‘১৪৪ ধারা তোমার, সংবিধানের ১৪ অনুচ্ছেদ আমাদের, ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হবে না’। এমন আরও অনেক স্লোগানে উত্তাল হয় দেশের এক শহর থেকে আরেক শহর, এক রাজ্য থেকে আরেক রাজ্য। সর্বত্র দাবি একটাই, ‘অসাংবিধানিক নাগরিকত্ব আইন বাতিল করো।’
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন