দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: একটা ভাইরাস বিশ্বের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলেছে এই তথ্য আগেও উঠে এসেছে সমীক্ষায়। চাকরি হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। কিন্তু কারা বেশি চাকরি হারিয়েছেন, এবং অর্থনৈতিক সংকটে কারা দিন কাটাচ্ছেন এই বিষয়ে সম্প্রতি একটি সমীক্ষা করা হয়েছে। যেখানে ধরা পড়েছে, ভারতে প্রতি ৪ জনের মধ্যে ১ জন মহিলা চাকরি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন। শুধু তাই নয়। আর্থিক সংকটেও রয়েছেন তাঁরা। সমীক্ষার পর ‘লিংকডইন’ সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে।
‘ওয়র্কফোর্স কনফিডেন্স ইন্ডেক্স’ অনুসারে, করোনার দ্বিতীয় তরঙ্গ আছড়ে পড়ার পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন মহিলারা। মূলত নতুন প্রজন্মের চাকুরিজীবী মহিলাদের অবস্থা ভয়াবহ। দেশের এই সংকটময় পরিস্থিতিতে মহিলা, পুরুষ দুইপক্ষের অবস্থায় তুলনা করতে গিয়েই এই সমীক্ষা করা হয়েছে। যেখানে ধরা পড়েছে, অতিমারির পর থেকে পুরুষের তুলনায় মহিলাদের চাকরি হারানোর আতঙ্ক বেশি। দেখা যাচ্ছে, প্রতি ৪ জনের মধ্যে ১ জন চাকুরিজীবী মহিলা আর্থিক সংকটে রয়েছেন। অন্যদিকে প্রতি ১০ জনের মধ্যে ১ জন পুরুষ এই সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এই সমীক্ষায় যাঁরা যুক্ত ছিলেন তাঁদের মধ্যে অন্যতম সদস্য আশুতোষ গুপ্ত জানিয়েছেন, ‘ভারতে করোনার দ্বিতীয় তরঙ্গ নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গেই কর্মসংস্থান বেড়েছে। মে মাসের পর এই হার বেড়েছে কয়েকগুণ। কিন্তু তাতেও বিশেষ কিছু সুবিধা হয়নি মহিলাদের। তাঁদের অবস্থান গত একবছর ধরে একই রয়েছে।’ সমীক্ষা বলছে, প্রযুক্তি ক্ষেত্রের তুলনায় অন্যান্য মাধ্যমে চাকরি হারানোর আতঙ্ক বেশি হচ্ছে মহিলাদের।