দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হামাসের হামলার পর ফিলিস্তিনে হামলা শুরু করেছে ইসরায়েলের সেনাবাহিনী। শনিবার পাল্টা আক্রমণে ১৭টি হামলা করেছে ইসরায়েল। তবে গাজায় প্রবেশের পর বেশ কয়েক জন ইসরায়েলি সেনাদের আটকে ফেলেছে ফিলিস্তিনি যোদ্ধারা। এমনকি এ সময় একটি ট্যাংক ধ্বংস করার কথাও জানিয়েছে তারা।
সোশ্যাল সাইটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের একটি ট্যাংক গাজায় প্রবেশ করলে তাতে আগুন ধরিয়ে দেয় ফিলিস্তিনি যোদ্ধারা। এর পর চারপাশে উল্লাস করতে থাকেন তারা। এ সময় আহত এক ইসরায়েলি সেনাকে ট্যাংক থেকে বের করতে দেখা যায়। এই ট্যাংকে থাকা সেনাদেরই হামাস যোদ্ধারা আটক করেছেন।
গাজায় প্রবেশের পর বেশ কয়েক জন ইসরায়েলি সেনাদের আটকে ফেলেছে ফিলিস্তিনি যোদ্ধারা#Hamas #Israel #FreePalestine pic.twitter.com/JXjIs08i7d
— Doinik Samachar (@DoinikSamachar) October 7, 2023