Thursday, November 21, 2024
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

ইসরাইল-আমিরশাহী চুক্তির বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল গাজা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ১৯৪৮ সালে স্বাধীনতা ঘোষণা পর ইসরাইল এখনও পর্যন্ত তিনটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করেছে। ১৯৭৯ সালে মিশর ও ১৯৯৪ সালে জর্ডানের পর বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে সমঝোতা করে তেল আবিব, আর এই ইসরাইল ও আমিরশাহীর মধ্যে হওয়া স্বাক্ষরিত চুক্তিকে নিয়ে প্রতিবাদে উত্তাল গাজা উপত্যকা।

সেখানে বিক্ষোভে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ। আমেরিকার মধ্যস্থতায় স্বাক্ষরিত ওই চুক্তির প্রতিবাদে বিক্ষোভকারীরা ইসরাইল ও মার্কিন পতাকায় আগুন ধরিয়ে দেয়। ছিঁড়ে ফেলা হয় ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্টার। চুক্তি প্রত্যাখ্যান করেছে বুধবার গাজার বিক্ষোভ থেকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি সমর্থন ঘোষণা করা হয়। স্লোগান ওঠে, ‛ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাস ঘাতকতা’।

ইসরাইল বিরোধী বিক্ষোভের আয়োজন করেছিল গাজার ইসলামী আন্দোলন হামাসসহ ফিলিস্তিনিদের অধিকার আদায়ের দাবিতে সংগ্ৰামরত আরও কয়েকটি গোষ্ঠী। হামাসের শীর্ষ কর্মকর্তা খলিল আল হায়া আমিরশাহী ও ইসরাইলের চুক্তির নিন্দা জানিয়ে বলেন, ‛দখলদারদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করায় আমাদের কোনও লাভ হবে না, উল্টে ক্ষতি হবে।’

Leave a Reply

error: Content is protected !!