দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ৬ বছর আগে যদি দেশে করোনা হানা দিত, তা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা জটিল হত বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছ’বছর আগে দেশের মাত্র ৪০ শতাংশ মানুষ শৌচাগার ব্যবহার করতেন। এখন করেন প্রায় সকলেই। তাই তখন দেশে লকডাউন করা আদৌ সম্ভব হত কি না, তা নিয়েই আজ সংশয় প্রকাশ করেছেন তিনি।
১৯৪২ সালে আজকের দিনেই ‘ভারত ছাড়ো’ আন্দোলনের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। সেই উপলক্ষ্যে আজ দিল্লির রাজঘাটে রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে রীতিমতো চমকে দিয়ে মোদী বলেন, ২০১৪ সালের আগে করোনা সংক্রমণ হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে দাঁড়াত। দেশের বড় সংখ্যক মানুষকে তখন শৌচের জন্য মাঠে-ঘাটে যেতে হত। ওই মানুষদের কথা ভেবে সরকারের পক্ষে লকডাউন ঘোষণা করা সম্ভব হত না।
মোদীর দাবি, গোটা দেশে শৌচাগার নির্মাণ ছবিটা পাল্টে দিয়েছে। স্বচ্ছতা অভিযানের অভিজ্ঞতাকে করোনা সংক্রমণ রোখার অভিযানে কাজে লাগিয়ে সাফল্য পাওয়া যাচ্ছে। মোদী এ দিন আরও দাবি করেন, গঙ্গা আগের চেয়ে অনেক স্বচ্ছ হয়েছে। এ বার যমুনা নদীকে স্বচ্ছ করার পরিকল্পনা কেন্দ্র দ্রুত বাস্তবায়িত করতে চাইছে। সে কারণে যমুনা তীরবর্তী এলাকার গ্রাম ও শহরের বর্জ্য যাতে সরাসরি নদীতে এসে না-পড়ে, সংশ্লিষ্ট রাজ্যগুলিকে সে ব্যাপারে নজরদারি করতে বলেছেন তিনি।