Wednesday, March 12, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

‌পিনকন চিটফান্ড মামলার রায় ঘোষণা, ৮ জন দোষীর যাবজ্জীবন কারাদণ্ড

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : চিটফান্ড প্রতারণার নতুন আইনে রায় ঘোষণা হল পশ্চিমবঙ্গে। যা কিনা দেশে এই প্রথম। শনিবার সকালেই পিনকন চিটফান্ড মামলায় ৮ জনকে দোষী সাব্যস্ত করে তমলুক আদালত। আর এদিন বিকেলেই এই মামলার সাজা ঘোষণা করা হল।

৮৬৪ কোটি টাকার বেশিও প্রতারণা করা হয়েছে এই পিনকন চিটফান্ডে। এই মামলার ২০ জন মূল অভিযুক্তের মধ্যে বিচার চলাকালীন ২ জনের মৃত্যু হয়েছে। বাকি ১৮ জনের মধ্যে ১০ জনকে এদিন বেকসুর খালাস করা হয়েছে। সাজা পেলেন ৮ জন। আর এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পিনকন গোষ্ঠীর কর্ণধার মনোরঞ্জন রায়।

রায়ে পিনকন গোষ্ঠীর কর্ণধার মনোরঞ্জন রায়, তাঁর স্ত্রী মৌসুমী রায়–সহ ওই ৮ জন দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন তমলুক জেলা আদালতের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক মৌ চট্টোপাধ্যায়। এর পাশাপাশি এদিনের রায়ে ১০ জন অভিযুক্তকে বেকসুর খালাস করা হল।

 

Leave a Reply

error: Content is protected !!