Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ঘুরিয়ে নাক দেখালো বিজেপি! রাষ্ট্রপতির অনুমোদনে রাজ্যসভায় যাচ্ছেন সুপ্রিমকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর এবার রাজ্যসভায় যাচ্ছেন সুপ্রিমকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অনুমোদনে রাজ্যসভায় যাচ্ছেন তিনি। রাজ্যসভায় রাষ্ট্রপতির পদক্ষেপ এই প্রথমবার।

এখনও পর্যন্ত, এই পদে গিয়েছেন বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত কয়েকজন। প্রাক্তন প্রধানবিচারপতি রঙ্গনাথ মিশ্র কংগ্রেসে যোগ দিয়ে সাংসদ হন, কেরলের রাজ্যপাল হিসেবে প্রাক্তন প্রধানবিচারপতি পি সদাশিবমকে নিয়োগ করে নরেন্দ্র মোদী সরকার।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি নির্দেশিকায় একথা জানানো হয়েছে, রাজ্যসভার এক সদস্যের মেয়াদ শেষ হওয়ায় সেখানে রাষ্ট্রপতির অনুমোদনে সুপ্রিমকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে রাজ্যসভার সদস্য করা হচ্ছে।

 

এদিকে সুপ্রিমকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে রাজ্যসভার সদস্য করা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। অনেকের মতে ঘুরিয়ে নাক দেখালো বিজেপি! গগৈকে বিজেপির টিকিটে রাজ্যসভায় প্রার্থী করলে প্রশ্ন উঠবে, তাই রাষ্ট্রপতির অনুমোদন দিয়ে তাঁকে রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি। এমনটাই মত অভিযোগকারীদের।

 

পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন  Twitter  আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps

Leave a Reply

error: Content is protected !!