দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে আন্দোলন শুরু হয় দক্ষিণ-পূর্ব দিল্লির শাহীনবাগে। মূলত সংখ্যালঘু মহিলারাই ছিলেন সেই আন্দোলনের সামনের সারিতে। ওই অবস্থানের বিরুদ্ধে বেশ কয়েকটি আবেদন জমা পড়েছিল সুপ্রিমকোর্টে।
সেই আবেদনগুলির ভিত্তিতে বুধবার শীর্ষ আদালত মন্তব্য করে, “পাবলিক প্লেস অনির্দিষ্টকালের জন্য দখলে রাখা যায় না। যে জায়গা বিক্ষোভকারীরা দখল করে বসে আছে, সেখান থেকে প্রশাসন তাদের হটিয়ে দিতে পারে। সেজন্য আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করার দরকার নেই।”
বিচারপতিরা বলেন, “আমরা একটা ব্যাপার পরিষ্কার করে দিতে চাই, পাবলিক প্লেস অনির্দিষ্টকালের জন্য দখল করে রাখা যায় না। শাহীনবাগ বা আর কোথাও পাবলিক প্লেস দখল করে রাখা যাবে না। এই ধরনের প্রতিবাদ মেনে নেওয়া যায় না।” দিল্লি আদালতে শাহীনবাগের অবস্থান বিক্ষোভের বিরুদ্ধে আবেদন করেন আইনজীবী অমিত সাহানি।