Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

সানি দেওলের এলাকায় ২৯ আসনে হার বিজেপির! সোশ্যাল সাইটে ‛হ্যান্ড পাম্প’ নিয়ে কৌতুক

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : পঞ্জাবের পুরসভা নির্বাচনে কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে বিজেপি। সে রাজ্যের শাসকদল কংগ্রেসের পাশাপাশি ভাল ফল করেছেন নির্দল প্রার্থীরাও।

বিজেপি নেতা সানি দেওলের ‘গড়’ হিসেবে পরিচিত গুরদাসপুর পুরসভার ২৯টি ওয়ার্ডের সবগুলিতেই হেরেছে বিজেপি। সব আসন গিয়েছে কংগ্রেসের দখলে।

নয়া কৃষি আইনের প্রতিবাদে উত্তর ভারত জুড়ে কৃষক আন্দোলনের অভিঘাতেই গেরুয়া শিবিরের এই বিপর্যয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। সোশ্যাল সাইটেও এই একই ধারণা উঠে এসেছে।

এবিষয়ে একজন ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন –

গুরদাসপুরে সানি দেওলের সব হ্যান্ড পাম্প উপড়ে গিয়েছে।

২৯/২৯
কংগ্রেস – ২৯
বিজেপি – ০০

 

Leave a Reply

error: Content is protected !!