দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিভিন্ন ট্রেনের বেসরকারিকরণের উদ্যোগ মোদী সরকার আগেই গ্রহণ করেছিল। এমনকি কিছু এক্সপ্রেস ট্রেন ইতিমধ্যেই বেসরকারি সংস্থার হাতে চলে গেছে। এরপর প্যাসেঞ্জার ট্রেনগুলিকেও বেসরকারি হাতে তুলে নেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার।
বুধবার ১০৯ জোড়া রুটে ১৫১গুলি আধুনিক ট্রেন চালাতে বিভিন্ন বেসরকারি সংস্থাকে আমন্ত্রণ করা হয়েছে। এই প্রক্রিয়ায় যদি কেন্দ্রীয় সরকার সফল হয় তবে প্রায় ৩০ হাজার কোটি টাকা রাজকোষে ঢুকবে। ভারতীয় রেলে প্যাসেঞ্জার ট্রেন চালানোর ক্ষেত্রে এটাই প্রথম বেসরকারি বিনিয়োগ।
গত বছর আইআরসিটিসির দিল্লি-লখনউ তেজস এক্সপ্রেস দিয়ে এক্সপ্রেস ট্রেনের বেসরকারিকরণ শুরু হয়। বর্তমানে আইআরসিটিসি বারানসী ইন্দোর রুটে কাশী মহাকাল এক্সপ্রেস, দিল্লি-লখনৌ রুটে তেজস এক্সপ্রেস এবং আহমেদাবাদ-মুম্বই রুটে তেজস এক্সপ্রেস এই তিনটি ট্রেন চালায়।