Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

এক দিনেই পেলেন ৮১টি অনলাইন কোর্সের সার্টিফিকেট! রেকর্ড গড়লেন ২৫ বছর বয়সী রেহনা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এক দিনে বিভিন্ন অনলাইন কোর্সের ৮১টি সার্টিফিকেট এক সঙ্গে পেয়ে নজির গড়লেন কেরলের ২৫ বছরের তরুণী রেহনা শাহজাহান। এক দিন মাত্র আধ নম্বরের জন্য জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে এম কম নিয়ে ভর্তি হওয়া হয়নি তার।

জামিয়া মিলিয়ায় সুযোগ না পাওয়ার পর অনলাইনে দু’টি স্নাতকোত্তর পাঠক্রমের জন্য নাম নথিভুক্ত করেছেন তিনি। পাশাপাশি একাধিক ডিপ্লোমা কোর্সের জন্যও তিনি নাম নথিভুক্ত করেন। এর পর এমবিএ করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন রেহনা। সিএটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাঁর জামিয়া মিলিয়ায় পড়ার ইচ্ছা পূর্ণ হয়।

এমবিএ-র পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে অনলাইন কোর্সেও ভর্তি হন রেহনা। সম্প্রতি এক দিনে ৮১টি অনলাইন শংসাপত্র পাওয়ার রেকর্ড গড়েছেন রেহনা৷ কোট্টায়াম জেলার ইলিকলের বাসিন্দা রেহনা জানান, তাঁর দিদি নেহলাই তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছেন। রেহনার আগে এক দিনে সর্বাধিক ৭৫টি অনলাইন সার্টিফিকেট অর্জনের বিশ্বরেকর্ড ছিল। রেহনা তা ভেঙে অনেকখানি এগিয়ে গেলেন।

 

Leave a Reply

error: Content is protected !!