Monday, February 24, 2025
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

আজকের দিনেই বাংলা ভাষাকে মাতৃভাষা করার দাবিতে গুলিতে ঝাঁঝরা হয়েছিলেন সালাম, জব্বার, শফিক, বরকত, রফিকরা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালে আজকের দিনে বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তান এবং আজকের বাংলাদেশে ছাত্ররা সমবেত হয়েছিলেন। সেদিন পুলিসের গুলিতে ঝাঁঝরা হয়ে গেছিল তাঁদের শরীর। মুখের ভাষার জন্য প্রাণ দিয়ে বিরল ইতিহাস গড়েছে বাঙালি। প্রাণের ভাষা বাংলাকে উর্দুর পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে গড়ে ওঠা দুর্বার আন্দোলনে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সালাম, জব্বার, শফিক, বরকত, রফিক প্রমুখের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। যার ফলে বাংলা ভাষা পায় রাষ্ট্রীয় মর্যাদা। তারই পথ ধরে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন এবং একাত্তরে ৯ মাস পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

মহান একুশের শহীদদের আত্মত্যাগ বিশ্বসভায় পেয়েছে অনন্য মর্যাদা। সেই রক্তাক্ত স্মৃতিবিজড়িত অমর একুশে ফেব্রুয়ারি আজ রবিবার। শোক আর গর্বের মহিমান্বিত একটি দিন। আজ জাতীয় শহীদ দিবস। দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও বিশ্বব্যাপী পালিত হবে। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গান গেয়ে শহীদদের স্মরণে বুকে কালো ব্যাজ ধারণ করে, শ্রদ্ধার ফুল হাতে মানুষের পদযাত্রা চলবে শহীদ মিনার অভিমুখে। স্মৃতির মিনারে শ্রদ্ধায় অবনত হয় লাখো মানুষ।

 

 

Leave a Reply

error: Content is protected !!