দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শাহিনবাগের নাগরিকত্ব আইন বিরোধী ধর্ণা মঞ্চ থামিয়ে দিতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, নেপথ্যে করোনা ভাইরাস। দিল্লিতে করোনায় মৃত্যু হয়েছে ১ জনের। এই পরিস্থিতিতে কেজরিওয়াল জানিয়ে দিয়েছেন, ৫০ জনের বেশি কোনও জমায়েত করা যাবে না রাজধানী দিল্লির কোনও জায়গায়। এই নিষেধাজ্ঞা ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে।
এই ঘোষণার প্রত্যক্ষ প্রভাব গিয়ে পড়েছে শাহিনবাগের প্রতিবাদীদের ওপর। এই ঘোষণা অনুসারে, শাহিনবাগে জমায়েত করা যাবে না আর। এই বিষয়ে কেজরিওয়ালকে সাংবাদিকরা প্রশ্নও করেন। সংবাদমাধ্যমকে কেজরিওয়াল স্পষ্ট জানান, ‘এই নির্দেশ সকলের জন্য প্রযোজ্য। সেটা কোনও প্রতিবাদ হোক কী অন্যকিছু। মানুষকে এই নির্দেশ মানতেই হবে।’
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps