Tuesday, December 3, 2024
Latest Newsদেশফিচার নিউজ

মিছিল করে অমিত শাহের বাড়ি যাওয়ার পরিকল্পনা শাহিনবাগের বিক্ষোভকারীদের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রতিনিধি দল নয়, নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে মিছিল করে রবিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে যাবেন শাহিনবাগের সব আন্দোলকারী। তবে, স্বরাষ্ট্রমন্ত্রের আধিকারিক জানিয়েছেন, সিএএ-এনআরসি নিয়ে আলোচনার জন্য কোনও আবেদনই দফতরে জমা পড়েনি। তাই স্বারামন্ত্রী অমিত শাহ’র সঙ্গে শাহিনবাগের আন্দোলনকারীদের দেখা আদৌ হবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই।

সম্প্রতি অমিত শাহ বলেছিলেন, সিএএ-এনআরসি নিয়ে যে কেউ যদি তাঁর সঙ্গে আলোচনায় বসতে চান, তা হলে তিন দিনের মধ্যে তা করতে তৈরি তিনি। তবে তার জন্য আগাম সময় চাইতে হবে তাঁর দফতরের কাছে। গত বৃহস্পতিবার শাহের এই আহ্বানের সূত্র ধরেই এদিন মিছিলের পরিকল্পনা করেছেন শাহিনবাগের সিএএ প্রতিবাদীরা। শাহিনবাগের এক প্রতিবাদীর কথায়, ‘প্রতিনিধি দল নয়, যাদেরই সিএএ নিয়ে সমস্যা রয়েছে তারাই তাদের দাবি নিয়ে অমিত শাহের কাছে হাজির হবেন।’

 

সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!