দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মোদী সরকার কর্তৃক নির্মিত বিশ্বের বৃহত্তম মূর্তি ‛স্ট্যাচু অফ ইউনিটি’ও করোনা ভাইরাসের কারণে একা পড়ে গিয়েছে। গুজরাত সরকার এখানে ভ্রমণকারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে। করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকিকে সামনে রেখে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
সরকারের এই সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সোশ্যাল সাইট ব্যবহারকারীরা মোদী সরকারের নির্মিত মূর্তিটির তুলনা করছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জহরলাল নেহরুর দ্বারা নির্মিত হাসপাতালের সাথে। ব্যবহারকারীরা বলছেন যে, মোদী সরকার কর্তৃক নির্মিত মূর্তিটি করোনার হুমকির কারণে বন্ধ করতে হয়েছে, অন্যদিকে নেহরু যে হাসপাতালগুলি তৈরি করেছিলেন তা ২৪ ঘন্টা খোলা রয়েছে।
এনসিপি নেতা ও মহারাষ্ট্র সরকারের মন্ত্রী জিতেন্দ্র আওহাদও এবিষয়ে মন্তব্য করেছেন। তিনি ট্যুইটারের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‛মোদীর তৈরি বড় মূর্তি পর্যটকদের জন্য বন্ধ রয়েছে। নেহরু দ্বারা নির্মিত হাসপাতালগুলি ২৪ ঘন্টা খোলা থাকছে। #করোনা ভাইরাস আউটব্রেক।’
The Big Statue built by #Modi is closed for tourists.
The Hospitals that #Nehru built are open 24 hours.#CoronavirusOutbreak #COVID2019 #coronavirusindia— Dr.Jitendra Awhad (@Awhadspeaks) March 18, 2020
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৮ সালের ৩১ অক্টোবর দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সরদার প্যাটেলের মূর্তি ‛স্ট্যাচু অফ ইউনিটি’র মোড়ক উন্মোচন করেছিলেন। এটি উন্মোচন করার পর থেকে তা পর্যটকদের কাছে আকর্ষণীয় কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করেছে। করোনা বিপর্যয়ের আগে প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসছিলেন। উদ্বোধনের পর প্রথম বছরে প্রায় ২৭ লক্ষ পর্যটক এখানে এসেছেন।
Support Free & Independent Journalism