Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

কৃষকদের কাছে নতুন ভাবে আবেদন জানাতে হবে মোদী সরকারকে, নির্দেশ সুপ্রিমকোর্টের

নয়াদিল্লি, ০১ অক্টোবর: আন্দোলনকারী কৃষকেরা দিল্লির বাইরে যে ভাবে টানা জাতীয় সড়ক অবরোধ করে রেখেছেন, বৃহস্পতিবার তা নিয়ে বিস্ময় প্রকাশ করল সুপ্রিমকোর্ট। বিচারপতিরা জানতে চান, সরকার করছেটা কী? কেন্দ্রীয় সরকারকে আদালত নির্দেশ দিয়েছে, অবরোধ তোলার জন্য কৃষকদের কাছে নতুন ভাবে আবেদন জানাতে হবে।

সড়ক অবরোধ তুলে দেওয়ার আর্জি জানিয়ে নয়ডার বাসিন্দা মনিকা আগরওয়াল সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন। আবেদনে তিনি বলেন, আগে যেখানে ২০ মিনিয়ে তিনি দিল্লি পৌঁছতেন, অবরোধের কারণে সেই পথে তাঁর দু’ঘণ্টার বেশি সময় লাগছে। সেই আবেদনের শুনানির সময়ে বিচারপতি সঞ্জয়কিষাণ কাউল এবং বিচারপতি এম এম সুন্দরেশ বলেন, “ক্ষোভ থাকলে আদালতে আসা যেতে পারে, সংসদে তা নিয়ে বিতর্ক হতে পারে। কিন্তু এই ভাবে লাগাতর রাস্তা অবরোধ তো চলতে পারে না!”

বিচারপতিরা মন্তব্য করেন, আইনকে কার্যকর করে সড়ক অবরোধ তোলাটা প্রশাসনের কাজ। অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজকে বিচারপতিরা প্রশ্ন করেন, এ বিষয়ে কী করছে সরকার? মানুষ যে বিপাকে পড়ছেন, সে বিষয়ে সরকারের কোনও ভাবনা-চিন্তা আছে? নটরাজন বলেন, আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে সরকার। সেখানে কী কী কথা হয়েছে, সে সব হলফনামায় জানানো হয়েছে।

 

Leave a Reply

error: Content is protected !!