দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লকডাউন পরিস্থিতিতে মাতৃত্বের বন্ধনের আরও এক দৃষ্টান্ত স্থাপিত হল। অন্ধ্রপ্রদেশের নেল্লোরে আটকে পড়া সদ্যতরুণ সন্তানকে টানা তিন দিন ধরে স্কুটি চালিয়ে, ১৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরিয়ে আনলেন মা!
রাজিয়া পেশায় নিজামাবাদের একটি স্কুলের প্রধান শিক্ষিকা। বছর ১৫ আগে স্বামীকে হারিয়েছেন তিনি। তার পর থেকে সংসার বলতে দুই ছেলে। বড় ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে কিছুদিন আগে। আর ছোট ছেলে নিজামুদ্দিন ডাক্তারি প্রবেশিকার প্রস্তুতি নিচ্ছেন।
সূত্রের খবর, গত মাসের ১২ তারিখে এক বন্ধুকে পৌঁছে দিতে নেল্লোরের রহমতাবাদ যান নিজামুদ্দিন। এর মধ্যে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে শুরু করে। শুরু হয় লকডাউন। ফলে নেল্লোরেই আটকে পড়েন নিজামুদ্দিন। বাড়ি ফেরারও উপায় নেই। অবশেষে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েন মা। ঘরে ফিরিয়ে আনেন ছেলেকে।
৪৮ বছরের রাজিয়া বেগমের এই কীর্তি এখন মুখে-মুখে ফিরছে। রাজিয়া জানিয়েছেন, প্রথমে ভেবেছিলেন বড় ছেলেকে পাঠাবেন মোটরবাইক নিয়ে। কিন্তু তাকে দেখে পুলিশের সন্দেহ হতে পারে, তাই সাহস পাননি তিনি। তাই পুলিশের অনুমতি নিয়েই সোমবার সকালে শুরু হয় তাঁর যাত্রা। ছেলেকে নিয়ে যখন ফেরেন, তখন বুধবার সন্ধে।
রাজিয়া কয়েকটা রুটি সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। ফাঁকা রাস্তায় একা একাই পেরোন ১৪০০ কিলোমিটার রাস্তা। ৬ তারিখ সকালে রওনা দিয়ে, নেল্লোর পৌঁছন পরের দিন বিকেলে। সেদিনই শুরু হয় নিজামাবাদের দিকে তাঁর যাত্রা, বুধবার সন্ধেয় ছেলেকে নিয়ে বাড়ি ফেরেন শেষমেশ। একা মায়ের এই অসমসাহসি কাজের কথা জেনে এবং ছেলের প্রতি এই ভালবাসার কথা ভেবে প্রশংসা উপচে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।