Monday, February 24, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে উলুবেড়িয়ায় জনস্রোত, বিশাল সমাবেশে উপচে পড়ল ভিড়

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, হাওড়া : সংবিধানে উল্লেখিত সমস্ত ভারতবাসীর নাগরিকত্ব ও সমানাধিকারকে অবজ্ঞা করে দেশের লোকসভা ও রাজ্যসভায় চরম বিরোধিতা সত্ত্বেও নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ পাশ করানো হয়েছে। এই নতুন আইনে ধর্মের ভিত্তিতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অ-মুসলিমদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এই আইন একাধিকভাবে ত্রুটিযুক্ত এবং অসাংবিধানিক আখ্যা দিয়ে সমাবেশ করল করে সিএএ বিরোধী নাগরিক সমাজ, হাওড়া জেলা। অন্যদিকে দিল্লিতে শান্তিপূর্ণ আন্দোলনকে উৎখাত করতে রাষ্ট্রপরিচালিত আক্রমন ও দাঙ্গার পরিস্থিতি তৈরি করার জন্য দিল্লি পুলিশকে ধিক্কার জানাই নাগরিক সমাজ।

মঙ্গলবার বিভিন্ন সংগঠনের সম্মিলিত প্রয়াসে গঠিত নাগরিক সমাজের উদ্যোগে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) বিরুদ্ধে উলুবেড়িয়ার নিমদিঘী ফুটবল মাঠে একটি বিশাল সমাবেশ করা হয়। এই সমাবেশে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তাঁদের কথায়, নাগরিক সমাজ মনে করে অর্থনৈতিক মন্দার হাল ফেরাতে ব্যর্থ সরকার সাধারণ মানুষের মনোযোগ ঘোরাতে নাগরিকত্ব সংশোধনী আইন ব্যবহার করতে চাইছে। সিএএ-এর নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় চরম আঘাত হানবে বলেও মনে করে তারা।

দিল্লিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীদের উপর রাষ্ট্রীয় গণহত্যা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নীরবতাকে আজকের সমাবেশ থেকে তীব্রভাবে ধিক্কার জানান হয়। সরকার অবিলম্বে এই আইন বাতিল না করলে লাগাতার আন্দোলন চলতে থাকবে বলে ঘোষণা করে নাগরিক সমাজের প্রতিনিধিরা। এই সমাবেশে উপস্থিত ছিলেন, নাগরিক সমাজের সভাপতি পূর্ণেন্দু কুমার মাল, সহ সভাপতি মফিজুল ইসলাম, জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির ছাত্রনেতা আসিফ ইকবাল, বৌদ্ধ ধর্মগুরু ড. অরুন জ্যোতি ভিক্ষু, জামাআতে ইসলামি হিন্দ পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রফিক, শিখ ঐতিহাসিক ও সাংবাদিক বচ্চন সিং সরল, এসআইও পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ওসমান গনি, খ্রিষ্টান প্রতিনিধি ফাদার সঞ্জীব দাস প্রমুখ।

 

পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন  Twitter  আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps

Leave a Reply

error: Content is protected !!