Thursday, November 21, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

বুধবার থেকে চলবে লোকাল ট্রেন, চলছে প্রস্তুতি, মাঝের আসনে মিলবে না বসার অনুমতি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লোকাল ট্রেন পরিষেবা শুরুর জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে রেল। ইতিমধ্যে দক্ষিণ-পূর্ব রেলের তরফে লোকাল ট্রেনের সময়সূচি প্রকাশ করা হয়েছে। তবে পূর্ব রেলের তরফে এখনও সরকারিভাবে কোনও সময়সূচি প্রকাশ করা হয়নি।

তারইমধ্যে শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনে ট্রেনে স্যানিটাইজেশনের কাজ চলছে। স্টেশনের বিভিন্ন চত্বরে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। ট্রেনের ভিতরে আসন, হাতলেও স্যানিটাইজেশন করা হচ্ছে।

পূর্ব রেলের তরফে ইঙ্গিত মিলেছে, আপাতত ট্রেনের প্রতিটি দিকের মাঝের আসনে ‘ক্রস’ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ মেট্রোর ধাঁচে ট্রেনেও সব আসনে বসা যাবে না। তিনটি আসনের মধ্যে মাঝের আসনে যাত্রীরা বসতে পারবেন না।

 

 

Leave a Reply

error: Content is protected !!