Thursday, March 13, 2025
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

এবার রমজানে সবচেয়ে বেশি সময় রোজা গ্রিনল্যান্ডে, সেখানে ২০ ঘণ্টা রোজা রাখছেন ধর্মপ্রাণ মুসলিমরা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: এ বছর সবচেয়ে বেশি সময় ধরে রোজা রাখছেন গ্রিনল্যান্ডের মুসলিমরা। তারা ১৯ ঘণ্টা ৫৭ মিনিট রোজা রাখছেন। এরপর আছে যথাক্রমে আইসল্যান্ড (১৯ ঘণ্টা ৫৬ মিনিট), ফিনল্যান্ড (১৯ ঘণ্টা ৯ মিনিট), সুইডেন (১৮ ঘণ্টা ৫৮ মিনিট) ও স্কটল্যান্ডের মুসলিমরা (১৮ ঘণ্টা ৩৬ মিনিট)।

অপরদিকে সবচেয়ে কম সময় রোজা রাখছেন নিউজিল্যান্ড মুসলিমরা (১১ ঘণ্টা ২০ মিনিট)। তারপর চিলি (১১ ঘণ্টা ৩০ মিনিট), অস্ট্রেলিয়া ও উরুগুয়ে (১১ ঘণ্টা ৪৭ মিনিট), দক্ষিণ আফ্রিকার (১১ ঘণ্টা ৫২ মিনিট) মুসলিমরা।

অবস্থান হিসেবে দিনের বেলার সময় একেক দেশে একেক রকম হয়ে থাকে। তাই পৃথিবীর সর্ব দক্ষিণের চিলি ও নিউজিল্যান্ডের মতো দেশে অবস্থানরত মুসলিমরা ১১ ঘণ্টা রোজা রাখবেন। এদিকে উত্তরের আইসল্যান্ড দেশে অবস্থানরত মুসলিমরা ১৮ ঘণ্টা বা এর বেশি রোজা রাখাবেন।

পবিত্র রমজান মাস প্রতি বছর ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। কারণ হিজরি বর্ষপঞ্জি অনুসারে ইসলামী ক্যালেন্ডার চাঁদ দেখার ওপর নির্ভর করে শুরু হয়, যা ২৯ থেকে ৩০ পর্যন্ত দিন পর্যন্ত হয়ে থাকে। তাই আগামী ৩৩ বছর পর অর্থাৎ ২০৫৪ সালে ফের ১৩ এপ্রিলে রমজান মাস শুরু হবে।

 

Leave a Reply

error: Content is protected !!