দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নতুন কৃষি আইনগুলি খতিয়ে দেখার জন্য গঠিত প্যানেলের বিশেষজ্ঞরা শুধুই তাঁদের মতামত জানাবেন আদালতে। কৃষি আইন নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁদের দেওয়া হয়নি। প্যানেল পুনর্গঠনের আর্জি নিয়ে শুনানিতে বুধবার এ কথা জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে। এর পাশাপাশি, প্যানেল পুনর্গঠনের আর্জির প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের বক্তব্যও জানতে চেয়েছে শীর্ষ আদালত।
অকালি দল, কংগ্রেস সহ বিরোধী এবং বিক্ষোভকারীদের অভিযোগ, সুপ্রিম কোর্ট নিযুক্ত প্যানেলের ওই চার সদস্য সাম্প্রতিক অতীতে কৃষি আইনের পক্ষেই সওয়াল করেছেন। তাই সেই নিয়ে তাঁদের মতামত নিরপেক্ষ হতে পারে না। এরই প্রেক্ষিতে বিশেষজ্ঞদের প্যানেল পুনর্গঠনের আর্জি জানানো হয়েছে শীর্ষ আদালতে।
এই শুনানিতে এক প্রকার ক্ষোভই প্রকাশ করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এস এ বোবদে বললেন, ‘কৃষি নিয়ে আমরা বিশেষজ্ঞ নই বলে কৃষি আইন খতিয়ে দেখার জন্য প্যানেলের বিশেষজ্ঞদের নিয়োগ করেছি। কিন্তু সেই প্যানেলের কারও কারও বিরুদ্ধে এখন কুৎসা রটানো হচ্ছে। কারণ হিসাবে বলা হচ্ছে, প্যানেলে থাকা বিশেষজ্ঞদের কেউ কেউ কৃষি আইন নিয়ে তাঁদের মতামত ইতিমধ্যেই প্রকাশ করেছেন।’
বোবদের কথায়, ‘আমরা (কমিটি)–কে সবার কথা শোনার এবং রিপোর্ট জমা দেওয়ার দায়িত্ব দিয়েছি। পক্ষপাতিত্বের প্রশ্ন কোথায় আসছে? মানুষের গায়ে তকমা সাঁটার, খাটো করার প্রয়োজন নেই। এভাবে আদতে সুপ্রিম কোর্টেরই কুৎসা করা হচ্ছে।’