নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, হাওড়া ও পূর্ব মেদিনীপুর : সুপার সাইক্লোন ইয়াস ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল সোসাইটি ফর ব্রাইট ফিউচার। ইয়াসে ব্যাপক ক্ষতি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায়। রবিবার জেলার নরঘাট এলাকায় সোসাইটি ফর ব্রাইট ফিউচারের এক প্রতিনিধিদল এলাকা পরিদর্শন করেন। সেই সঙ্গে তাঁদের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এদিন সোসাইটি ফর ব্রাইট ফিউচারের সদস্যরা হাওড়া জেলার শ্যামপুর অঞ্চলেও ত্রাণের কাজ করেন। এলাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখার পাশাপাশি অসহায় মানুষদের হাতে খাবারও তুলে দেয় সোসাইটি ফর ব্রাইট ফিউচার। খাবারের প্যাকেজে ছিল – মুড়ি, চিঁড়ে, চিনি, বিস্কুট, পানীয় জল ইত্যাদি।