দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ বিহার বিধানসভা নির্বাচনের তৃতীয় তথা চূড়ান্ত দফার ভোটদান পর্ব অনুষ্ঠিত হচ্ছে। এই দফায় মোট ৭৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সকাল সাতটা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে বিহারের ৭৮টি বিধানসভা কেন্দ্রে। এই দফায় ভোটারের সংখ্যা প্রায় ২.৩ কোটি। এ দিন ভোর থেকেই বুথের বাইরে উৎসাহী ভোটারদের ভিড় নজরে পড়েছে। নিরাপত্তা সুদৃঢ় করতে যথাযথ ব্যবস্থা নিয়েছে প্রশাসন।