দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপি যেভাবে মমতার সরকারকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করছে, তা অত্যন্ত দুঃখজনক, মোদী সরকারের বিরুদ্ধে এভাবেই তোপ দাগল শিবসেনা। দলের মুখপত্র ‘সামনা’-তে গেরুয়া শিবিরকে আক্রমণের পাশাপাশি বিরোধীদের দুর্বলতাকেও কটাক্ষ করতে ছাড়েনি উদ্ধব ঠাকরের দল। সেই সঙ্গে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, এভাবে চলতে থাকলে একদিন এই দেশও সোভিয়েত ইউনিয়নের মতোই ভেঙে যাবে।
শিবসেনার মতে, ‘‘গণতন্ত্রে রাজনৈতিক পরাজয় খুবই সাধারণ ব্যাপার। কিন্তু যেভাবে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর চেষ্টা করা হচ্ছে, তা দুঃখজনক।’’
সম্প্রতি মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারকে ফেলে দেওয়ার পিছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উল্লেখযোগ্য ভূমিকার কথা বলে বোমা ফাটিয়েছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তাঁর এমন বক্তব্যের তুমুল নিন্দা করার পাশাপাশি এপ্রসঙ্গে শিব সেনার প্রশ্ন, কী করে দেশের প্রধানমন্ত্রী কোনও রাজ্যের সরকারের স্থিতাবস্থা নষ্ট করার চেষ্টা করতে পারেন? এই প্রসঙ্গেই উঠে আসে পশ্চিমবঙ্গের কথাও।