দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাম মন্দিরের ভূমি পুজোর দিন থেকেই সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে একটি খবর। সেই খবরে দাবি করা হচ্ছে, অযোধ্যায় মসজিদের জায়গার হাসপাতাল নির্মাণ করবে সুন্নি ওয়াকফ বোর্ড। যেখানে এইমস-র ধাঁচে চিকিৎসা হবে। ওই হাসপাতালের নাম দেওয়া হবে বাবরি হাসপাতাল এবং তার ডিরেক্টর হবেন ডাঃ কাফিল খান। সেই সঙ্গে গঠন করা হবে একটি বড় লাইব্রেরী। পাশাপাশি একটি ইসলামিক রিসার্চ সেন্টার গঠন করা হবে।
মসজিদের জন্য বরাদ্দ জায়গায় হাসপাতাল গড়া হচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ওই দাবি করা হয়। খুব দ্রুত ছড়িয়ে পড়তে থাকে সেই খবর। বিভিন্ন রাজনৈতিক দলের বড় নেতা এবং প্রাক্তন সাংসদকেও ওই খবর নিজেদের ফেসবুকের ওয়ালে শেয়ার করতে দেখা গিয়েছে। যদিও এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে সুন্নি ওয়াকফ বোর্ড।
এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ডের প্রধান সৈয়দ মহম্মদ সোয়েব জানিয়েছেন, ‛ফেসবুকে যে বাবরি হাসপাতাল নির্মাণ এবং ওই হাসপাতালের প্রধান হিসেবে ডাঃ কাফিল খানকে নিয়োগ সংক্রান্ত যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড এমন কোনও সিদ্ধান্ত নেয়নি।’
বাবরি হাসপাতাল সংক্রান্ত যে পোস্ট করা হয়েছে ফেসবুকে সেখানে হাসপাতালের ছবিও দেখা গিয়েছে। ওই হাসপাতালের বোর্ডে বাবরি নামের বোর্ডও দেখা গিয়েছে। এই বিষয়ে উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ডের প্রধান সৈয়দ মহম্মদ সোয়েব বলেছেন, ‛ওটা ফটোশপ করা ছবি। যে বা যারা ওই খবর ছড়িয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
গত বছরের নভেম্বর মাসে অযোধ্যার বিতর্কিত জমি সংক্রান্ত মামলার রায় দিয়েছিল সুপ্রিমকোর্ট। সেই রায়ে বলা হয় যে মূল জমি যেখানে বাবরি মসজিদ ছিল সেখানে মন্দির নির্মাণ করা হবে। অযোধ্যাতেই অন্যত্র পাঁচ একর জমিতে গড়া হবে মসজিদ। এই নিয়ে ভবিষ্যতে আর কোনও মামলা করা যাবে না। এটাই চূড়ান্ত রায়।