দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: শনিবার সরকারি তেল সংস্থাগুলির তরফে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে ৷ তবে গত কয়েকদিনে ধাপে ধাপে অনেকটাই দাম বেড়েছে জ্বালানির ৷ এর জেরে দেশের প্রায় সমস্ত শহরে রেকর্ড দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের ৷ একাধিক শহরে ১০০ টাকা পেরিয়ে গিয়েছে পেট্রোলের দাম ৷
৫ রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকেই বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ৷ গত ১২ দিনে পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি ২.৬৯ টাকা ৷ ডিজেলের দাম বেড়েছে ৩.০৭ টাকা ৷
এক নজরে দেখে নিন বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দামদিল্লি- পেট্রোলের দাম ৯৩.০৪ টাকা, ডিজেল ৮৩.৮০ টাকা ৷মুম্বই- পেট্রোলের দাম ৯৯.৩২ টাকা, ডিজেল ৯১.০১ টাকা ৷চেন্নাই- পেট্রোলের দাম ৯৪.৭১ টাকা, ডিজেল ৮৮.৬২ টাকা ৷কলকাতা- পেট্রোলের দাম ৯৩.১১ টাকা, ডিজেল ৮৬.৬৪ টাকা ৷ভোপাল- পেট্রোল দাম ১০১.১ টাকা, ডিজেল ৯২.২১ টাকা ৷লখনউ- পেট্রোলের দাম ৯০.৭২ টাকা, ডিজেল ৮৪.১৮ টাকা ৷বেঙ্গালুরু- পেট্রোল ৯৬.১৪ টাকা, ডিজেল ৮৮.৮৪ টাকা ৷পটনা- পেট্রোল ৯৫.২৩ টাকা, ডিজেল ৮৯.০৫ টাকা ৷রাঁচি- পেট্রোল ৮৯.৯৩ টাকা, ডিজেল ৮৮.৫০ টাকা ৷জয়পুর- পেট্রোল ৯৯.৫০ টাকা, ডিজেল ৯২.৪৯ টাকা ৷
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের সঙ্গে ডিলার কমিশন, এক্সাইজ ডিউটি ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে নির্ধারিত করা হয় পেট্রোল ও ডিজেলের দাম ৷