দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অবশেষে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে হাথরস যাওয়ার অনুমতি দিতে বাধ্য হল উত্তরপ্রদেশ সরকার। যদিও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাহুল এবং প্রিয়াঙ্কা-সহ পাঁচজন কংগ্রেস নেতাকে হাথরস যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
এদিন দলের দুই শীর্ষনেতার সঙ্গে কংগ্রেসের বেশ কয়েকজন সাংসদ এবং হাজার হাজার কর্মীও উত্তরপ্রদেশ দিল্লি সীমান্তে এদিন জড়ো হয়েছিলেন। কিন্তু তাঁদের কাউকে উত্তরপ্রদেশে ঢোকার অনুমতি দেওয়া হয়নি।