Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

‘তিব্বতকে মুক্ত কর’ ― জি-২০ শীর্ষ সম্মেলনের আগে দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন তিব্বতিদের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিক্ষোভ প্রদর্শন করল দিল্লির তিব্বতি সম্প্রদায়। দিল্লির মজনু কা টিলা এলাকায় অনুষ্ঠিত এই বিক্ষোভ কর্মসূচি করে তারা। বিক্ষোভকারীরা চীনের বিরুদ্ধে তিব্বতে ধর্মীয় স্বাধীনতা, ভাষার অধিকার এবং সংস্কৃতির উপর আগ্রাসন চালানোর অভিযোগ করেছে।

১৯৫১ সালে সমগ্র তিব্বত দখল করেছিল চিন সরকার। ১৪তম দলাই লামা ও তাঁর অনুরাগীরা তিব্বত ছেড়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। বর্তমানে, উত্তরাখণ্ডের ধর্মশালায় থাকেন দলাই লামা এবং তাঁর অনুগামীরা। তারপর থেকে, তিব্বতে চিনের দখলদারি এবং দমন-পীড়নের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করে থাকে পালিয়ে আসা তিব্বতিরা।

বিক্ষোভকারীরা ভারত সরকার ও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে, তারা যেন চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অভিযোগ জানায়। বিক্ষোভকারীরা চীনের বিরুদ্ধে তিব্বতের স্বায়ত্তশাসন পুনরুদ্ধার করার দাবিও করেছে।

এদিন কারও কারও মুখে বা হাতে রঙ দিয়ে লেখা ‘তিব্বতকে মুক্ত কর’। জি২০ শীর্ষ সম্মেলনের আগের দিন, দিল্লিতে এই বিক্ষোভ কর্মসূচি থাকায়, মজনু কা টিলা এলাকায় কড় সুরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়। এক বিক্ষোভকারী বলেন, “চীন তিব্বতের উপর তার দখল অব্যাহত রেখেছে এবং তিব্বতিদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে, তারা যেন চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অভিযোগ জানায়।”

কেন্দ্র সরকার চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। তবে, তিব্বতের মানবাধিকার পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভারত সরকার তিব্বতিদের জন্য মানবিক সহায়তাও প্রদান করে। চীন তিব্বতকে তার একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে দাবি করে। চীন সরকার তিব্বতে রাষ্ট্রপতি শাসন কায়েম করেছে। চীন সরকার তিব্বতে ধর্মীয় স্বাধীনতা এবং সংস্কৃতির উপর বিধিনিষেধ আরোপ করেছে।

Leave a Reply

error: Content is protected !!