Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

সংসদে বাদল অধিবেশনে প্রত্যেক ইঞ্চিতে বিজেপিকে বুঝে নেওয়ার হুঁশিয়ারি তৃণমূলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সোমবার শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। অধিবেশনের প্রস্তুতিপর্ব নিয়ে সাজ সাজ রব তৃণমূল কংগ্রেসে। এ বারের অধিবেশনে রীতিমতো আগ্রাসী ভূমিকায় দেখা যেতে চলেছে তৃণমূল ব্রিগেডকে। শুক্রবার দিল্লিতে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, ‘আসন্ন সংসদীয় অধিবেশনে ঝড় তুলবে তৃণমূল। প্রত্যেক ইঞ্চিতে বিজেপিকে বুঝে নেওয়ার জন্য রীতিমতো প্রস্তুতি শুরু হয়েছে।’ তৃণমূলের ঝোড়ো আক্রমণ থেকে রেহাই পাবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও, এমনটাই দাবি তৃণমূল সাংসদের।

ডেরেক এদিন জানিয়েছেন, সংবেদনশীল মহিলা সংরক্ষণ বিল নতুন করে পুনঃস্থাপিত করার জন্য কেন্দ্রের কাছে দাবি জানাবে তৃণমূল। ২০১৪ ও ২০১৯-এর লোকসভা নির্বাচনে দলের নির্বাচনী ইস্তাহারে মহিলাদের ৩৩% সংরক্ষণ দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। আজ পর্যন্ত এই বিল সংসদে আনার জন্য কোনও উদ্যোগ নেয়নি গেরুয়া শিবির।

প্রসঙ্গত, দেশের সংসদে ও বিধানসভায় মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ দেওয়া নিয়ে এই বিশেষ বিল প্রথম ইউপিএ ১ জমানায় ২০০৮ সালের মে মাসে রাজ্যসভায় আসে। দীর্ঘ আলোচনার পর তা স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয়। ২০০৯ সালের ডিসেম্বরে এই বিলে ছাড়পত্র দেয় কমিটি। ২০১০ সালে রাজ্যসভায় বিলটি পাস হয় ও লোকসভায় যায়। পঞ্চদশ লোকসভা শেষ হলে বিলটিরও কার্যকাল শেষ হয়ে যায়।

সূত্রের খবর, বাদল অধিবেশনের রণনীতি ইতিমধ্যেই চূড়ান্ত করেছে দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে পেট্রোপণ্যে মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, কোভিড নীতিতে কেন্দ্রীয় ব্যর্থতা, কৃষক আন্দোলন-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের উপর চড়াও হওয়ার সংকল্প নিয়েছে তৃণমূলের সংসদীয় দল৷ প্রতিদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চেয়ে আনা হবে মুলতুবি প্রস্তাব। প্রয়োজনে ‘ওয়েলে’ নেমে এসে বিক্ষোভ দেখাতেও পিছপা হবে না তৃণমূল।

Leave a Reply

error: Content is protected !!