সামাউল্লাহ মল্লিক
করোনার মোকাবিলায় লকডাউন সারা দেশজুড়ে। করোনা রুখতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জমায়েতে। তবে জমায়েত ছাড়া রক্তদান শিবির আয়োজন করা হবে কী উপায়ে? এ পরিস্থিতিতে রক্তশূন্য ব্লাড ব্যাংক। হাসপাতালগুলিতে রক্তের চাহিদা মেটাতে গিয়ে দিশেহারা অবস্থার সম্মুখীন হতে হচ্ছে ব্লাড ব্যাংকগুলিকে।
এহেন পরিস্থিতিতে প্রমাদ গুনছেন রোগী ও তাঁর বাড়ির লোকেরা। থ্যালাসেমিয়া রোগীদের নিয়মিত রক্ত দিতে হয়। ক্যানসার, হিমোফিলিয়া, পুড়ে যাওয়া বা বড় দুর্ঘটনায় জখমদের হামেশাই রক্ত লাগে। এছাড়া প্রসূতি ও বড় অপারেশন হয়েছে এমন রোগীদের জন্য সবসময় রক্ত মজুত রাখা জরুরি।
এমতাবস্থায় রক্তদান শিবির করাও সম্ভব নয়। নাহলে কিছুটা রেহাই হয়তো পাওয়া যেত। তাই দৈনিক সমাচারের পক্ষ থেকে রাজ্যবাসীর প্রতি আহ্বান, আসুন সচেতনতা অবলম্বন করে নিকটবর্তী ব্লাড ব্যাংকে গিয়ে আমরা সবাই রক্তদান করি। অবশ্যই ভিড় না করে মাস্ক গ্লাভস পরে যাবেন। আমরা রক্তদানের জন্য এগিয়ে এলে বাঁচবে কিছু তরতাজা প্রাণ।